বিশেষ প্রতিনিধি, ডেইলি ভোরের সকাল।।
সিনিয়র স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ ।। ঝিনাইদহের শৈলকুপায় বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের আহ্বায়ক কমিটি গঠনে নাম প্রস্তাবকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন। এসময় কয়েকটি ঘর ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। রবিবার (১০ জানুয়ারি) দুপুরে উপজেলার নাদপাড়া বাজার এলাকায় ঘটনাটি ঘটে বলে জানিয়েছেন শৈলকুপা থানার ওসি মাসুম খান। এলাকাবাসী জানান, উপজেলার নাদপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের আহ্বায়ক কমিটি গঠন করা নিয়ে রবিবার দুপুরে বিদ্যালয়ে মিটিং চলছিল। কমিটির আহ্বায়ক প্রার্থী ছিলেন মতিয়ার রহমান ও সামসুদ্দিন মাস্টার। মিটিং চলাকালে নাম প্রস্তাব নিয়ে উভয় পক্ষের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়। এক পর্যায়ে উভয় পক্ষের লোকজন বিভিন্ন ধরনের অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে অন্তত ২০ জন আহত হন। সংঘর্ষকারীরা এসময় কয়েকটি ঘর ও দোকান ভাঙচুর করেন। ওসি মাসুম খান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। আহতদের উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এলাকায় উত্তেজনা থাকায় পুনরায় সংঘর্ষ এড়াতে পুলিশ মোতায়েন করা হয়েছে।